
ডেফলা ব্রীজ
জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় আমিনুল হক (৪০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। এ সময় সুমন (৩৮) নামে আরও একজন স্কুল শিক্ষক আহত হয়েছেন।
রবিবার বিকেল ৩টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের ডেফলা ব্রীজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষক আমিনুল হক দেওয়ানগঞ্জ উপজেলার পৌর শহরের চরভবসুর এলাকার রমজান আলীর ছেলে।
আহত স্কুল শিক্ষক সুমন ওই উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দিরগ্রাম এলাকার মজিবুর রহমানের ছেলে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ নিয়ে আসে।
পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ আসেনি অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএস