ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একমাত্র ভরসা বাঁশের সাঁকো

ধর্মপাশা-মধ্যনগরে চলাচলের

সংবাদদাতা, ধর্মপাশা, সুনামগঞ্জ

প্রকাশিত: ২১:৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৩

ধর্মপাশা-মধ্যনগরে চলাচলের

মধ্যনগর কায়েতকান্দা সোমেশ্বরী নদীর উপর বাঁশের সাঁকো

ধর্মপাশা মধ্যনগরে লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ধর্মপাশা, মধ্যনগর ভারতের সীমান্তবর্তী মহেষখলা, ভাঙ্গালভিটা, গুলগাঁও ভায়া টেকেরঘাট সুনামগঞ্জ জেলা শহর যাতায়াতের এক সড়কপথে মধ্যনগর কায়েতকান্দা সোমেশ্বরী নদীর উপর বাঁশের চাটাই দিয়ে যাত্রী নিয়ে প্রতিদিন শত শত ভাড়ায় চালিত মোটরসাইকেলসহ  হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।

ব্যাপারে উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নূরনবী তালুকদার বলেন, আমাদের ইউনিয়নসহ দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন, তাহিরপুর উপজেলার একাধিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শহরের একাধিক ইউনিয়নের লোকজন মহেষখলা ভায়া ধর্মপাশা-মধ্যনগর উপজেলায় আসতে হলে মহেষখলা হতে মধ্যনগর পর্যন্ত সড়কটি গাড়ি নিয়ে চলাচল তো দূরের কথা হাঁটা যায় না। ব্যাপারে ধর্মপাশা উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহাব উদ্দিন বলেন, কায়েতকান্দা সুমেশ্বরী নদীর উপর সেতু নির্মাণের কাজ চলমান রয়েছে। রড-সিমেন্টসহ উপকরণের দাম বেড়ে যাওয়ায় ঠিকাদার হিমশিম খাচ্ছে। তবে সেতুটি নির্মাণ একটু বিলম্বিত হলেও সেতুটি নির্মাণ হবেই।

 

×