ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

বাস ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা 

প্রকাশিত: ১০:৫৯, ২৩ জানুয়ারি ২০২৩

বাস ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

শাকিল আহমেদ

নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্র ছোটবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় শাকিল আহমেদ (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। সোমবার (২৩ জানুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

শাকিল সদর উপজেলার সিংহেরবাংলা গ্রামের আবেদ হাসানের ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ত। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খন্দকার শাকের আহমেদ জানান, সোমবার সকাল ৬টার দিকে শাকিল ও তার বড় ভাই মেজর সোহাগ আহমেদ একটি মোটরসাইকেলে চড়ে পারলা বাসস্ট্যান্ডে যান। এরপর সোহাগকে বাসে তুলে দিয়ে শাকিল আবার মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। 

তিনি জানান, জেলা শহরের ছোটবাজার এলাকায় আসার পর একটি নৈশকোচকে দ্রুত ওভারটেক করতে গিয়ে তিনি একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খান। তখন রাস্তায় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এমএইচ

×