
ব্যারিস্টার সুমন।
মাদক হলো লালমনিরহাটের বচেয়ে বড় সমস্যা, যা তরুণ সমাজকে ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার সুমন।
শনিবার (২১ জানুয়ারি) বিকেল লালমনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও সানরাইজ স্পোর্টিং ক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ শেষে দর্শক ও জেলাবাসীর উদ্দেশে এ কথা বলেন তিনি।
সুমন বলেন, সকালে ঘুরতে গিয়ে দেখি লালমনিরহাটে এয়ারপোর্ট আছে, রানওয়েও আছে, কিন্তু বিমান নাই। বাইরের লোকদের নামতে হয় সৈয়দপুরে। তাই মনে করি এখানে বিমান চলাচল শুরু হয় নাই। এটি জরুরি হয়ে পড়েছে।
তিনি বলেন, কয়েক ঘণ্টায় খোঁজ নিয়ে জেনেছি, এ জেলায় সবচেয়ে বড় সমস্যা হলো মাদক। এই মাদকে তরুণ সমাজকে ধ্বংস করছে। তাই এ জেলার নেতৃবৃন্দকে বলব তরুণ সমাজকে সঠিক পথ দেখিয়ে তাদের এগিয়ে দিন। তাহলে একদিন তারা পুরো উত্তরবঙ্গ নেতৃত্ব দেয়ার ক্ষমতা রাখতে পারবে।
ব্যারিস্টার সুমন দৃষ্টিনন্দন মসজিদ মন্দিরের বিষয়ে বলেন, জীবনের প্রথম দেখেছি একই সঙ্গে মসজিদ মন্দির। যেটি শুধু এ জেলা নয় সারা বাংলাদেশের জন্য একটি অনন্য দৃষ্টান্ত। এ বিষয়টি সবসময় আমাদেরকে ধরে রাখতে হবে। তাহলে তরুণ প্রজন্মরা নতুন কিছু শিখতে পারবে।
এমএম