ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হোমনায় ৭তলা ভবন থেকে পড়ে প্রতিবন্ধী শিক্ষার্থীর আত্মহত্যা!

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, কুমিল্লা

প্রকাশিত: ২০:২৩, ৯ জানুয়ারি ২০২৩

হোমনায় ৭তলা ভবন থেকে পড়ে প্রতিবন্ধী শিক্ষার্থীর আত্মহত্যা!

নিহত মিলা আক্তার

কুমিল্লার হোমনা উপজেলার একটি ৭তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মিলা আক্তার (১৪) নামে এক প্রতিবন্ধী শিক্ষার্থী আত্মহত্যা করে। 

সোমবার(৯ জানুয়ারি)  দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন সিটি সেন্টার ভবনে এ ঘটনা ঘটে। 

সে উপজেলার মহিষমারী গ্রামের মো. মিজান মিয়া সরকারের মেয়ে এবং খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

নিহত মিলার বাবা মো. মিজান মিয়া সরকার জানান , মিলা আক্তার দৃষ্টি ও মানষিক প্রতিবন্ধী ছিলেন।  সিটি সেন্টারের ৭তলার ভবনের ছাদ থেকে নিচে পড়ে আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান,নিহত মিলার মা মরিয়ম বেগম সিটি সেন্টার ভবনের ৬ তলায় একটি ফ্ল্যাটে বসবাস করেন এবংএকই ভবনে মদিনা চক্ষু ও জেনারেল হাসপাতালে নার্সের চাকরি করেন৷

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে। 

হোমনা থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিহত স্কুল ছাত্রীটি একজন মানসিক ও দৃষ্টি প্রতিবন্ধী ছিল। ধারণা করা হচ্ছে, ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

 

 এসআর

সম্পর্কিত বিষয়:

×