
বসতবাড়ি ভাংচুর
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামের সালাম ও জামাল শেখের বসতবাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার গভীর রাতে ওই গ্রামের সুফল বিশ্বাসের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এ কারণে প্রচন্ড শীতের মধ্যে খোলা আকাশের নিচে রয়েছে পরিবারের সদস্যরা।
ক্ষতিগ্রস্থ দুই ভাই সালাম ও জামাল শেখ জানান, প্রায় তিন বছর আগে দেবভোগ গ্রামের রাধাবল্লভ বিশ্বাসসহ তার তিন ভাইয়ের কাছ থেকে এক একর ২৬ শতক জমি কেনেন তারা। নিয়মানুযায়ী জমি রেজিষ্ট্রেশন ও নামপত্তন সম্পন্ন হয়। তিন মাস আগে ওই জমিতে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছিলেন পরিবারের সদস্যরা। হঠাৎ করে রবিবার রাতে রাধাবল্লভের ভাইপো সুফল বিশ্বাসের নেতৃত্বে ১০ থেকে ১৫জন তাদের বাড়িঘর ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। এ সময় একটি করে বসতঘর, রান্নাঘর ও বাথরুমসহ বাড়ির জিনিসপত্র ভাংচুর ও পুড়িয়ে দেয়া হয়েছে। কনকনে শীতের মধ্যে সালাম ও জামাল শেখের পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
ভুক্তভোগীরা এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে সোমবার সকালে নড়াইল সদর থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএস