
শরীয়তপুর জেলা পরিষদ
শরীয়তপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণ কার্যভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে শনিবার সকালে জেলা পরিষদের হলরুমে পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্ব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জনসহ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দ।
এমএম