
ককটেল উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি অটো রিকশায় (ইঞ্জিন চালিত) অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে এসময় ঘটনাস্থল থেকে ৫ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ৫ টি ককটেলের মধ্যে ৩ টি ককটেল বিষ্ফোরিত হয় বলে জানিয়েছে স্থানীয়রা। জানাগেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার জামিরতলা এ ঘটনা ঘটে ।
এ ঘটনায় উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহফুজুল ইাসলাম উজ্জল, সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন ইদ্রিস এবং সদস্য ইব্রাহিম হোসেন হিরন কে আটক করে পুলিশ।
মঙ্গলবার রাতেই ৩৫জন কে আসামী করে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের হয়। মামলার পর অধিকাংশ বিএনপি-জামায়াতের নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি আসিকুজ্জমান জানান, অটো রিকশায় অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে ৫ টি ককটেল উদ্ধার করেছে। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএস