
পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় দৌলতদিয়া ফেরি ঘাটের আংশিক বিলীন হয়ে যায়
অসময়ে পদ্মা নদীর পানি বৃদ্ধিতে প্রচণ্ড স্রোত। স্রোত থাকায় ভাঙ্গন দেখা দিয়েছে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। ভাঙ্গন আতঙ্গে রয়েছে দৌলতদিয়াপারের ২শতাধিক ব্যবসায়ী ও ২ শতাধিক পরিবার। দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের আংশিক অংশ নদীগর্ভে চয়ে গেছে।
ভাঙ্গনরোধে সকাল থেকে বালুভর্তি জিওব্যাগ ফেলানোর কাজ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার বিকেলে হঠাৎ দৌলতদিয়াপারের ৫নং ফেরিঘাটের কিছু অংশ নদীগর্ভে চলে যায়। জরুরীভাবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর নিজস্ব রেকার দিয়ে পন্টুনটি সরিয়ে নেয়া হয়। যে কারণে সাময়িকভাবে দৌলতদিয়াপারের ৫নং ফেরিঘাট বন্ধ রাখেন কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপসহকারী প্রকৌশলী শাহ্ আলম জানান, নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। যে কারণে নদীতে প্রচণ্ড স্রোত রয়েছে। এই স্রোতের কারণে ৫নং ফেরিঘাটের কিছু অংশ ভেঙ্গে যায়। এখানে কিছু বালুভর্তি জিওব্যাগ ফেলানোর হচ্ছে।