ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নতুন সড়ক আইনে ভিড় বেড়েছে বিআরটিএ কার্যালয়ে

প্রকাশিত: ০৯:২০, ১৪ ডিসেম্বর ২০১৯

 নতুন সড়ক আইনে ভিড় বেড়েছে বিআরটিএ কার্যালয়ে

স্টাফ রিপোর্টার ॥ নতুন সড়ক পরিবহন আইনের বাধ্যবাধকতায় ভিড় বেড়েছে বিআরটিএ কার্যালয়ে। সারিবদ্ধ গাড়ি নিয়ে হাজির চালকরা। নিজেকে কিংবা বাহনকে রাস্তায় চলার যোগ্য করে তোলার যেন হিড়িক পড়েছে হঠাৎ করে। এই কঠোর আইনকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। তবে এতো সংখ্যক গ্রাহককে সেবা দিতে হিমশিম খাচ্ছেন বিআরটিএর কর্মকর্তারা। সারি সারি গাড়ি। চালকরা নিজেকে কিংবা বাহনকে রাস্তায় চলার যোগ্য করে তোলার দীর্ঘ অপেক্ষায়। নাহলে নেমে আসবে কাড়ি কাড়ি টাকার জরিমানার খড়গ। জুটতে পারে লাল দালানের আতিথেয়তাও। নতুন আইনে যে হারে জরিমানার বিধান রাখা হয়েছে তাতে প্রায় সব ধরনের যান্ত্রিক যানের মালিক চালকদের ঘাম ছুটেছে। কেউ অলসতায়, কেউ ক্ষমতার মোহে দূরেই ছিলেন কাগজ করার ঝামেলা থেকে, তারাই এবার আইনের প্রতি শ্রদ্ধায় অবনত, ভিড় জমাচ্ছেন মিরপুর বিআরটিএতে। শৃঙ্খলায় ফিরতে এই কঠোরতাকে অনেকে আবার সাধুবাদও জানিয়েছেন। এদিকে এতসংখ্যক গ্রাহককে সেবা দিতে হিমশিম খাচ্ছেন বিআরটিএর কর্মকর্তারা। তবু চলছে বেপরোয়াদের আইনে আনার তথা লাইনে আনার লড়াই। পেশাদার চালকরাতো বটেই, অন্য পেশার লাইসেন্স প্রত্যাশীরাও লাইনে দাঁড়িয়ে যোগ্য চালকের খাতায় নিজের নাম লেখাতে ব্যস্ত। লিখিত, মৌখিকের পর ফিল্ড টেস্ট। সব কিছুতে পাস করলেই মিলবে লাইসেন্স। চার চাকা, দুই চাকায় পরীক্ষা দিতে হঠাৎ যে ভিড় জোয়ার সাহারায়, তাতে কতো মানুষ লাইসেন্স ছাড়াই দাপিয়ে বেড়াতো রাস্তা তা সহজেই অনুমেয়।
×