ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে খাদ্য নিয়ন্ত্রকের অফিস ঘেরাও ও স্মারকলিপি পেশ

প্রকাশিত: ০০:২৭, ২২ জুলাই ২০১৮

ঠাকুরগাঁওয়ে  খাদ্য নিয়ন্ত্রকের অফিস ঘেরাও ও স্মারকলিপি পেশ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ সদর উপজেলা খাদ্য বিভাগের আওতায় ইরি বোরো সংগ্রহ মওসুমে অতিরিক্ত চালের বরাদ্দ সকল হাসকিং মিল মালিকদের মাঝে সমভাবে বন্টনের দাবিতে আজ রবিবার সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস ঘেরাওসহ বিক্ষোভ প্রদর্শন করেছে হাসকিং মিল মালিকগণ। এ সময় অটো মিল মালিক ও হাসকিং মিল মালিকগণ বিতর্কে জড়িয়ে পড়েন। পরে তারা জেলা প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রককে স্মারকলিপি প্রদান করেছেন। আন্দোলনকারী হাসকিং মিল মালিকগনের পক্ষে নাজিম উদ্দিন, আবদুল আজিজ মেম্বার ও সন্তোষ আগওয়ালাসহ অন্যান্যরা জানান, ঠাকুরগাঁও জেলায় খাদ্য বিভাগের আওতায় চলতি ইরি বোরো সংগ্রহ মওসুমে এক হাজার ছয়শ’ ২২ টি হাসকিং মিল এবং ১৪ টি অটো মিলের বিপরীতে ৩৫ হাজার সাতশ’ ৫৬ মেট্রিক টন চালের বরাদ্দ পাওয়া যায়। যা সংশ্লিষ্ট মিল মালিকগণ সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তা ইতোমধ্যে পরিশোধ করেছেন। হাসকিং মিল মালিকগণ অভিযোগ করেন, এ সংগ্রহ মওসুমের শেষ পর্যায়ে ঠাকুরগাঁও সদর উপজেলায় আরো প্রায় দুই হাজার মেট্রিক টন চালের অতিরিক্ত বরাদ্দ হয়েছে বলে তারা জেনেছেন। কিন্তু সেই বরাদ্দের চাল কয়েকজন অটো মিল মালিকের মাঝে গোপনে বরাদ্দের চেষ্টা চলছে। তারা আরো জানান, শুধুমাত্র অটো মিলে বরাদ্দ দেওয়া হলে হাসকিং মিল মালিকগণ বঞ্চিত এবং আর্থিকভাব্ ক্ষতিগ্রস্থ হবেন। তাই তারা সকল বরাদ্দ সম বন্টনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন। এব্যাপারে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ জানান, চলতি ইরি বোরো সংগ্রহ মওসুমে অতিরিক্ত চাল বরাদ্দের কোন চিঠিপত্র তিনি পাননি। তবে বরাদ্দ পাওয়া গেলে মিল মালিকদের সাথে আলোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×