ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শেরপুরের নাকুগাঁও সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশী হস্তান্তর

প্রকাশিত: ২৩:১২, ৫ নভেম্বর ২০১৭

শেরপুরের নাকুগাঁও সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশী হস্তান্তর

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের নাকুগাঁও সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশী যুবককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের কারাগারে কারাভোগ শেষে রবিবার দুপুরে তাদের ফেরত দেয়া হয়। ওইসময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর স্থানীয় ক্যাম্প কমান্ডার, পুলিশের উপ-পরিদর্শকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নাকুগাঁও ইমিগ্রেশন সূত্র জানায়, গেল বছরের ১২ ডিসেম্বর শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিজুরি সীমান্ত দিয়ে একই উপজেলার হারিয়াকোনা গ্রামের লক্ষীন্দ্র চিরানের ছেলে রূপান্ত মারাক ও কুড়িগ্রামের রৌমারী উপজেলার আলগারচর গ্রামের গোলাপ উদ্দিনের ছেলে সোনা মিয়া অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এছাড়াও চলতি বছরের ৮ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে কুমিল্লা জেলার বাঞ্জারামপুর উপজেলার পদ্মাবাঁধ গ্রামের সুলতান মিয়ার ছেলে সোহেল মিয়া অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ওইসময় তারা ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়লে তাদের তুরা জেলা কারাগারে পাঠানো হয়।
×