ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কালকিনিতে তরুন লেখক ও সাহিত্যিক সাদাত হোসাইনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

প্রকাশিত: ২১:৪৫, ১০ জুলাই ২০১৬

কালকিনিতে তরুন লেখক ও সাহিত্যিক সাদাত হোসাইনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর) ॥ আমরা দেশকে ভালোবাশি, দেশের মানুষকে ভালোবাশি’ এ শ্লোগানকে বুকে ধারন করে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল পুরুস্কার বিজয়ী, বেষ্টসেলার বই আরশিনগর ও অন্দরমহলের লেখক, তরুন সাহিত্যিাক এবং মাদারীপুরের কালকিনির কৃতি সন্তান সাদাত হোসাইনের সঙ্গে সাংবাদিকদের স্থানীয় প্রেসক্লাবে রবিবার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কালকিনি প্রেসক্লাবের সভাপতি এইচ এম মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. জাফরুল হাসানের সঞ্চালনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ন-সম্পাদক কায়কোবাদ শামীম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান দুলাল, প্রেসক্লাবের সাবেক সম্পাদক ইকবাল হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আকন মোশারফ হোসেন, খন্দকার রিয়াদ, জামান হোসাইন, সায়েম, সুমাইয়া আক্তার, মিথিলা, সাংবাদিক সাইদ হোসেন, প্রচার সম্পাদক নাসির উদ্দিন ফকির, হারুন উর রশিদ, নাহিদ শিকদার, সাকিবুল ইসলাম খলিল ও মো. মুন্না প্রমুখ। এসময় বক্তরা বলেন, বেশি-বেশি বাংলা বইয়ের প্রতি মনোযোগী হলে দেশের প্রতি আমাদের ভালোবাসা আরো গভীর হবে বলে মন্তব্য করা হয়।
×