ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও ১৪ এপ্রিল পর্যন্ত

প্রকাশিত: ১০:২৫, ৬ এপ্রিল ২০২০

  শিক্ষা প্রতিষ্ঠানের  ছুটিও ১৪  এপ্রিল পর্যন্ত

স্টাফ রিপোর্টার ॥ সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষাপ্রতিষ্ঠানেও আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগের ঘোষণা অনুসারে প্রথমে সাধারণ ছুটি ২৬ মার্চ হতে ৪ এপ্রিল এবং পরে ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি প্রথমে ১৮ থেকে ৩১ মার্চ এবং পরে ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। এখন শিক্ষাপ্রতিষ্ঠান সরকার ঘোষিত সাধারণ ছুটির আওতাভুক্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আকরাম-আল-হোসেন। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি রবিবার সাংবাদিকদের বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও ১৪ এপ্রিল পর্যন্ত। তবে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা নিয়ে এখনই কোন সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেছেন, সাধারণ ছুটি সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানও এই ছুটির আওতায় থাকবে ১৪ এপ্রিল পর্যন্ত। সাধারণ ছুটির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। এদিকে পূর্ব ঘোষণা অনুসারে আজও সংসদ টিভিতে আজ সোমবার সকাল ৯টা থেকে ক্লাস সম্প্রচার করা হবে। সকাল ৯টা ৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বাংলা ক্লাস প্রচার করা হবে। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত সপ্তম শ্রেণীর ইংরেজী এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় ক্লাস প্রচার করা হবে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত অষ্টম শ্রেণীর ইংরেজী ও বিজ্ঞান ক্লাস। বেলা ১১টা ১৫ মিনিট থেকে ১২টা পর্যন্ত নবম শ্রেণীর বাংলা ও পদার্থ বিজ্ঞান ক্লাস প্রচার হবে। শিক্ষক-কর্মচারীদের মার্চের এমপিওর চেক ছাড় ॥ বেসরকারী স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের এমপিওর চেক রবিবার ছাড় হয়েছে। বেতন-ভাতা তোলার শেষ দিন ১২ এপ্রিল। প্রতিষ্ঠান প্রধানদের সংশ্লিষ্ট ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শীট ডাউনলোড করতে বলা হয়েছে। এর আগে গত ২৫ মার্চ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের এমপিওর চেক ছাড় হয়। অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়াত্ত চারটি ব্যাংকে চেক পাঠানো হয়েছে। মাদ্রাসা শিক্ষকরা ৯ এপ্রিল পর্যন্ত বেতন-ভাতার সরকারী অংশের টাকা তুলতে পারবেন। কারিগরির চেকও ছাড় হয়েছে ২৫ মার্চ।
×