ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নড়াইলের সেই নার্সের করোনা হয়নি

বিভিন্ন জেলা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে

প্রকাশিত: ০৯:৩৬, ৪ এপ্রিল ২০২০

  বিভিন্ন জেলা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে নমুনা সংগ্রহ পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে করোনা সন্দেহে নীলফামারী থেকে ১২, হবিগঞ্জ থেকে ১৮, বরগুনার তালতলী থেকে ২, পাথরঘাটা থেকে দু’জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা সংগ্রহ করে ঢাকায় আনা হয়েছে। এদিকে হবিগঞ্জের ১২ জনের মধ্যে বাকি তিনজনের নমুনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে। এছাড়া বরিশালে আইসোলেশনে থাকা পটুয়াখালীর বাউফলের সেই যুবকের রিপোর্টও নেগেটিভ এসেছে। অন্যদিকে সরকারী সহায়তা পেলে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা সম্ভব বলে দাবি করেছে কর্তৃপক্ষ। আর নড়াইল সদর হাসপাতালের সেই সিনিয়র নার্সের করোনা হয়নি বলে জানা গেছে। করোনা সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রয়েছে নওগাঁর ২০৫, বগুড়ার ৫৭০ ও কিশোরগঞ্জের ১০৪ জন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। হবিগঞ্জে করোনাভাইরাস পরিস্থিতি যাচাইয়ে দৈবচয়ন পদ্ধতিতে ১৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মোঃ মোখলেছুর রহমান উজ্জল এ তথ্য নিশ্চিত করে বলেন এ নমুনাগুলো জেলার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়। তিনি সবাইকে সরকারী আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। নীলফামারী ॥ করোনা সন্দেহে নীলফামারীতে ১২ রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার সকালে এই নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত পিসিআর মেশিনে পরীক্ষা করার জন্য পাঠানো হয়। সিভিল সার্জন ডাঃ রনজিত কুমার বর্মণ জানান, ছয়টি উপজেলায় দু’জন করে ১২ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পাঠানো হল। শনিবার এই ১২ জনের নমুনার রিপোর্ট পাওয়া যাবে। আমতলী ॥ বরগুনার তালতলীতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুইজনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এদের একজন সিঙ্গাপুর প্রবাসী এবং একজন রিক্সা চালকের ছেলে। চিকিৎসকরা ঢাকা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) নির্দেশনা অনুসারে উপজেলা মেডিক্যাল টিম তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। বৃহস্পতিবার রাতে, তাদের নমুনা সংগ্রহ করা হয়। পাথরঘাটা ॥ এদিকে পাথরঘাটা থেকে স্কুলছাত্রসহ এক সরকারী কর্মকর্তার নমুনা সংগ্রহ করে করোনা আছে কিনা পরীক্ষার জন্য ঢাকয় পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ১০-১২ দিন যাবত তারা নিজগৃহে অসুস্থ থাকায় সংক্রমণ নির্ণয়ের জন্য জেলা সিভিল সার্জনের মাধ্যমে বৃহস্পতিবার আইইডিসিআরে পাঠানো হয় বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফাত্তাহ বিষয়টি নিশ্চিত করেন। বাউফল ॥ বাউফলের নাজিরপুর ইউনিয়নের নিমদি গ্রামের করোনায় আক্রান্ত সন্দেহে বরিশাল আইসোলেশনে থাকা সেই যুবকের (২৬) ব্লাড রিপোর্ট নেগেটিভ এসেছে। বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ মার্চ ওই যুবককে করোনা আক্রান্ত সন্দেহে বরিশাল আইসোলেশনে পাঠানো হয়। হবিগঞ্জ ॥ করোনা আক্রান্ত সন্দেহে হবিগঞ্জের ১১ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে বৃহস্পতিবার আটজনের এবং শুক্রবার তিনজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। শুক্রবার বিকেলে সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, করোনা আক্রান্ত সন্দেহে ১১ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। দিনাজপুর ॥ সরকারী সহায়তা পেলে প্রাণঘাতী করোনাভাইরাস পরীক্ষা করার সক্ষমতা রয়েছে বলে দাবি করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কর্তৃপক্ষ। হাবিপ্রবির বায়োকেমিস্ট্রি এ্যান্ড মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স এ্যান্ড এনিমেল ব্রিডিং, ফিশারিজ বায়োলজি এ্যান্ড জেনেটিক্স এবং জেনেটিক্স এ্যান্ড প্লান্ট ব্রিডিং এর সমন্বয়ে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করার ক্ষমতা রয়েছে। নড়াইল ॥ নড়াইল সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাধবী রানী দাসের শরীরে করোনা উপসর্গ মেলেনি। রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেন এবং নার্সের ছেলে কৌশিক দাস। কৌশিক দাস বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মায়ের করোনা পরীক্ষা করা হয়। নওগাঁ ॥ আত্রাইয়ে ঢাকা থেকে আসা তিন ব্যক্তির করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়ায় বিশা ইউনিয়নের খাসখামার গ্রামের তিনজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপি জানান, পরীক্ষার জন্য অসুস্থ ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। অসুস্থ ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট কোয়ারেন্টাইনে রয়েছেন ১০৪ জন। শুক্রবার সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান এ তথ্য জানান। এ সময় তিনি আরও জানান, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন দু’জন। বগুড়া ॥ বগুড়ায় শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ছয়জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একই সময়ে ৫২ জনকে মুক্ত করা হয়েছে। এ নিয়ে গত ১৪ দিনে মুক্ত হলেন ৪১১ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৭০ জন। এদিকে শুক্রবার বিকেল পর্যন্ত আইসোলেশনে ভর্তি আছেন চারজন। তাদের নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পলিমারাইজ চেন রি-এ্যাকশনে (পিসিআর) বিভাগে পাঠানোর পর শুক্রবার বিকেল পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি।
×