ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে বেদে পল্লীতে পুলিশের খাদ্য বিতরণ

প্রকাশিত: ০৮:১৭, ৩১ মার্চ ২০২০

টঙ্গীতে বেদে পল্লীতে  পুলিশের খাদ্য বিতরণ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ পুলিশের দলবল আসতে দেখে নৌকায় থাকা নদীর মানুষগুলো আতঙ্কিত হয়ে কে কোন দিকে পালাবে বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় সবাইকে আশ্বস্ত করে পুলিশের পক্ষ থেকে বলা হলো, কাউকে ধরতে নয়, পুলিশের পক্ষ থেকে ত্রান নিয়ে আসা হয়েছে বিতরণের জন্য। এমন এক ঘটনা ঘটেছে টঙ্গী বাজার ব্রীজের নিচে তুরাগ নদীতে নৌকায় অবস্থানরত বেদে পল্লীর নৌকা গুলোতে। করোনার কারনে ক্ষতিগ্রস্থ ক্ষুধার্ত মানুষের সাহায্যার্থে টঙ্গীর বেদে পল্লীতে নৌকায় থাকা বেদেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে এক অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছেন টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি এমদাদুল হক। আজ মঙ্গলবার দুপুরে ওসি এমদাদুল হক, তাঁর পুলিশের দলবল নিয়ে টঙ্গী বাজার তুরাগ নদীতে নৌকায় অবস্হানরত শতাধিক বেদে নারী পুরুষের হাতে চাল, ডাল, আলু, তেলের খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন। তুরাগ নদীতে নৌকা গুলোয় পুলিশের এমন দৃশ্য দেখে আশপাশের মানুষজনের অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। নৌকায় থাকা এই মানুষ গুলো পুলিশের কাছ থেকে তাদের হাতে খাদ্য সামগ্রী পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন। করোনার কারনে সারা দেশে সরকারের সরকারী বিধিনিষেধ থাকায় গত ৬ দিন ধরে নৌকায় থাকা এসব বেদেরা খাদ্য জোগাড়ে কেউ নৌকার বাইরে বেরুতে পারছিলেন না। এমনি এক সময়ে ক্ষুধার্ত এসব মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হয় টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল। করোনার কারনে ক্ষুধার্ত নৌকায় থাকা এসব মানুষদের জন্য এখনও পর্যন্ত কেউ কোন খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসেনি। নৌকায় অবস্থানরত বেদেরা টঙ্গী পশ্চিম থানা পুলিশের এমন তৎপরতায় জনকণ্ঠকে বলেন, এঁরা পুলিশ নয়, এঁরা ফেরেশতা।
×