ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সামাজিক দূরত্ব পুরোপুরি মানছে না পটিয়ায়

প্রকাশিত: ০৮:৩৪, ২৮ মার্চ ২০২০

সামাজিক দূরত্ব পুরোপুরি  মানছে না পটিয়ায়

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ করোনাভাইরাস নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিলেও চট্টগ্রামের পটিয়ায় তা মানা হচ্ছে না। পৌর সদর ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় এখানো দোকান ও বাজার খোলা রাখা হয়েছে। যার কারণে এলাকার লোকজন জড়ো হয়ে আড্ডা দিচ্ছে। উপজেলার আশিয়া ইউনিয়নের আশিয়া বাংলা বাজার, বড়লিয়া ইউনিয়নের নয়াহাট, শান্তিরহাট, কোলাগাঁও ইউনিয়নের কান্তিরহাট, সফরআলী মুন্সির হাট, হাইদগাঁও ইউনিয়নে ব্রাহ্মনহাট, কেলিশহর ইউনিয়নে দারোগা হাট, কচুয়াই ইউনিয়নে অলিরহাট, কমলমুন্সির হাট, পটিয়া বাসস্টেশন এলাকায় লোকজন সামাজিক দূরত্ব মানছে না। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, সহকারী কমিশনার (ভুমি) ইনামুল হাসান, পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন ছাড়াও সেনাবাহিনীর টহল টিম বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। অভিযোগ রয়েছে, উপজেলা ও পৌর সদরে যেসব বাজার ও চায়ের দোকান রয়েছে সেখানে প্রতিদিন আড্ডা চলছে। তাছাড়া চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কে গণপরিবহন বন্ধ থাকলেও কিছু কিছু গাড়ি চলাচল করছে। এসব গাড়ি করে যাত্রীরা বিভিন্ন জায়গায় চলাচল করছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন। পৌর সদরের খাসমহল রোড এলাকায় মেসার্স খাজা সেনিটারী নামের প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বিভিন্ন ওয়ার্ডে জীবানুনাশক ওষুধ ছিটানো ও মসজিদে মসজিদে সাবান বিতরণ শুরু করেছেন। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা জানিয়েছেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে ইতোমধ্যে ওষুধ ও মুদির দোকানের সামনে গোলবৃত্তি করে দেওয়া হয়েছে। ৩ ফুট দূরত্ব রেখে দোকানের সামনে গোলবৃত্ত করা হয়েছে। কিছু কিছু ক্রেতা তা মানছে না। তবে এ বিষয়ে বিভিন্ন দোকানদারকে সর্তক করা হয়েছে।
×