ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

করোনা রোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন ॥ এলজিআরডি

প্রকাশিত: ০৯:৫২, ২৮ মার্চ ২০২০

  করোনা রোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন ॥ এলজিআরডি

মশিউর রহমান খান ॥ করোনাভাইরাস প্রতিরোধে দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার প্রকল্প বাস্তবায়নের চেয়েও সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গণসচেতনতা তৈরি ও করোনা প্রতিরোধে কাজ করতে কঠোরভাবে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। এদিকে করোনা প্রতিরোধে দেয়া এ নির্দেশনা বাস্তবায়নে ইতোমধ্যেই মাঠে নেমেছেন সারাদেশের সকল স্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা। করোনা মোকাবেলায় বিশেষ বরাদ্দ প্রদান, গণসচেতনতা তৈরি, স্থানীয় পর্যায়ে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত দেশের প্রতিটি স্থানের করোনা নিয়ে করা কর্মকা- নিয়মিত মনিটরিং করতে কেন্দ্রীয় কন্ট্রোল সেল গঠন, কর্মকা-ের সর্বশেষ জানতে ও সরকারের বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নে মোবাইল ফোনের মাধ্যমে হোয়াটস এ্যাপ গ্রুপ তৈরি, করোনা সম্পর্কিত প্রতিদিনের তথ্য সংগ্রহ করে সর্বোচ্চ পর্যায়ে প্রদানের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নানা কর্মকা- পরিচালনা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের প্রতিটি গ্রাম থেকে শুরু করে পৌরসভা ইউনিয়ন সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে কমিটি গঠন, সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি থাকা সত্ত্বেও ক্রান্তিলগ্নে যে কোন সময় সাড়া প্রদানের জন্য প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর কর্মস্থলে অবস্থান করা, করোনার প্রাদুর্ভাব কমাতে প্রতিটি সিটি কর্পোরেশন পৌসরভা, উপজেলা পরিষদের জন্য বিশেষ থোক বরাদ্দ হিসেবে ৩৩ কোটি টাকা প্রদান, বিশেষ প্রয়োজনে বরাদ্দ আরো বাড়ানোর করোনা সচেতনার জন্য গণসচেতনা তৈরির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী করোনা প্রতিরোধে বেশ কিছু নির্দেশনাও প্রদান করেছে। যা দ্রুত বাস্তবায়নে মাঠে নেমেছে সরাদেশের সকল স্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী ও সকল প্রকারের র্নিবাচিত জনপ্রতিনিধিগণ। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য ৩৩ কোটি টাকা বিশেষ বরাদ্দ প্রদান করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এই বরাদ্দ দেয়া হয়। জানা গেছে, করোনাভাইরাস বিস্তার রোধকল্পে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ১২টি সিটি কর্পোরেশন, ৩২৮টি পৌরসভা ও ৪৯২টি উপজেলা পরিষদের জন্য ৩৩ কোটি টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এছাড়া বিশেষ প্রয়োজনে নতুন করে আরও অর্থ বরাদ্দ প্রদান করা হবে বলে জানা গেছে। অপরদিকে স্থানীয় সরকার মন্ত্রীর বিশেষ উদ্যোগে বিশ্বব্যাংক ও ইউনিসেফের উদ্যোগে ২ কোটি করে মোট ৪ কোটি টাকা অর্থ বরাদ্দ প্রদান করেছে বলে জানা গেছে। এ অর্থ দিয়ে পাবলিক হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে দেশব্যাপী গড়ে উঠা ওয়াশ ব্লকের মাধ্যমে হাত ধোয়ার কাজ করা হবে। করোনার প্রাদুর্ভাব কমাতে ও জনসচেতনতা রোধে সরকার বিশেষ বরাদ্দ হিসেবে ৩৩ কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ৩ কোটি টাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনকে ২ কোটি টাকা, রাজশাহী, খুলনা, সিলেট ও কুমিল্লা সিটি কর্পোরেশনকে ১ কোটি টাকা, ময়মনসিংহ রংপুর সিটি কর্পোরেশনকে ৫০ লাখ টাকা, দেশের প্রতিটি জেলা শহরের পৌরসভার জন্য ৫ লাখ টাকা, জেলা সদরের বাইরে এ ক্যাটাগরির পৌরসভার জন্য ৩ লাখ টাকা, বি ও সি ক্যাটাগরির পৌরসভার জন্য ২ লাখ টাকা এবং প্রতিটি উপজেলার জন্য ৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এর বাইরে জেলা পরিষদ কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে অর্থ ব্যয় করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। এসব অর্থ হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, মাস্ক, হ্যান্ড ওয়াশ সাবান কেনার মাধ্যমে জনগণের জন্য বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করা। এ ছাড়া মাইকিং করে জনগণকে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সচেতন করা, বিদেশফেরত লোকদের বাধ্যতামূলকভাবে হোম কোয়ানেন্টাইন নিশ্চিত করতে নাগরিকদের সচেতন করাসহ নানা উদ্যোগ বাস্তবায়নের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। সূত্র জানায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কর্তৃক দেশের প্রতিটি উপজেলায় কমপক্ষে একটি করে হাত ধোয়ার স্পট তৈরির নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
×