ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস নিয়ে আদালত প্রাঙ্গণেও সতর্কতার তাগিদ প্রধান বিচারপতির

প্রকাশিত: ০৬:২১, ৯ মার্চ ২০২০

করোনা ভাইরাস নিয়ে আদালত প্রাঙ্গণেও সতর্কতার তাগিদ প্রধান বিচারপতির

অনলাইন রিপোর্টার ॥ করোনা ভাইরাস প্রতিরোধে পদক্ষেপ নেয়া স্বাস্থ্যমন্ত্রণালয়ের প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। এছাড়া মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যেনো কেউ ব্যবসা করতে না পারে সেদিকে নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এদিকে, করোনা ভাইরাসের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এসময় আদালতের সব জায়গায় সতর্ক হয়ে চলার পরামর্শ দেন তিনি। হাইকোর্ট এলাকায় লোক সমাগম ঠেকাতে কি করা যায় সে বিষয়ে সিনিয়র আইনজীবীদের পরামর্শ চেয়েছেন তিনি। বলেন, চিকিৎসকের পরামর্শ আইনজীবীসহ সবাইকে মেনে চলতে হবে। করোনা ভাইরাস চিহ্নিত হওয়ার পরপরই বাজারে স্যানেটাইজার ও মাস্ক মিলছেনা বলেও উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি।
×