ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আর ১৮ দিন

প্রকাশিত: ১১:১৩, ২৭ ফেব্রুয়ারি ২০২০

আর ১৮ দিন

স্টাফ রিপোর্টার ॥ বাকি আর ১৮ দিন। এর পরই শুরু হয়ে যাবে মুজিববর্ষ উদ্যাপন। আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। উদ্বোধনী দিন অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেক হুন সেন ও ইউনেস্কোর সাবেক মহাসচিব ইরিনা বোকোভা। সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। বৈঠক সূত্র জানায়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ইতালির প্রধানমন্ত্রীর জুসেপ্পে কোন্তের উপস্থিত থাকার বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে জানা গেছে। জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনে যোগ দিতে আগামী ২২ মার্চ বাংলাদেশে আসবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। ২৬ মার্চের অনুষ্ঠানে যোগ দিতে আসবেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তবে একসঙ্গে সব বিদেশী অতিথিকে আমন্ত্রণ জানানো হচ্ছে না বলে জানা গেছে। বছরের বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে তারা যোগ দেবেন। এদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কলকারখানা পর্যায়ে ‘গ্রিন ফ্যাক্টরি এ্যাওয়ার্ড’ প্রদানের ঘোষণা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আগামী ২৮ এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসে এ এ্যাওয়ার্ড প্রদান করা হবে। বুধবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন অগ্রগতি সভায় এ তথ্য জানানো হয়। আরও জানানো হয়, মুজিববর্ষ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন একজন দেশী এবং একজন বিদেশী ব্যক্তিত্ব।
×