ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বেবিচকের প্রধান প্রকৌশলী ও বিমানের পরিচালক চাকরিচ্যুত

প্রকাশিত: ১১:১৯, ২৬ ফেব্রুয়ারি ২০২০

বেবিচকের প্রধান প্রকৌশলী ও বিমানের পরিচালক চাকরিচ্যুত

স্টাফ রিপোর্টার ॥ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী ও বাংলাদেশ বিমানের একজন পরিচালককে চাকুরিচ্যুত করা হয়েছে। তারা হলেন প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী ও পরিচালক মমিনুল ইসলাম। মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। জানা গেছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামীকে রাষ্ট্রপতির আদেশক্রমে চাকরিচ্যুত করা হয়। তাকে সিভিল এভিয়েশনের প্রস্তাবেই চাকুরিচ্যুত করা হয়। মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেবিচকের প্রস্তাব মোতাবেক তাদের কর্মচারী প্রবিধানমালা ১৯৮৮ এর ৫৩ প্রবিধি, সরকারী চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারা এবং জনপ্রশাসন মন্ত্রনালয়ের ৮/০২/২০১০ তারিখের এতদসংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামীর চাকরি ২৫ বছর উর্ধে হওয়ায় তাকে জন স্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। এই আদেশ ২৫/০২/২০২০ তারিখ থেকে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনেন্দ্র নাথ সরকার এই আদেশে স্বাক্ষর করেন। এদিকে একই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রকিউরমেন্ট এবং লজিস্টিক সাপোর্ট পরিদফতর) মমিনুল ইসলামকে অবসরে পাঠিয়েছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়। এক আদেশে বলা হয়েছে, যেহেতু বিমানের পরিচালক মমিনুল ইসলাম ১৯৮৬ সালে জুনিয়র সিকিউরিট অফিসার হিসেবে চাকরিতে যোগদান করেন এবং ইতোমধ্যে তার চাকরির মেয়াদকাল ২৫ বছর পূর্ণ হয়েছে।
×