ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আইইবি নির্বাচনে টেক্সটাইল ডিভিশনে বিপিপি মনোনিত ‘মাসুদ-আসাদ-আতিক’ প্যানেল

প্রকাশিত: ০৪:২৮, ২২ ফেব্রুয়ারি ২০২০

আইইবি নির্বাচনে টেক্সটাইল ডিভিশনে বিপিপি মনোনিত ‘মাসুদ-আসাদ-আতিক’ প্যানেল

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ প্রকৌশলীদের প্রতিষ্ঠান - ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র ২০২০-২১ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। এবারের নির্বাচনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনে সরকার সমর্থিত বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি) মনোনয়ন দিয়েছে ‘মাসুদ-আসাদ-আতিক’ প্যানেলকে। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের (বিপিপি) পূর্নাঙ্গ প্যানেলের পাশাপাশি আইইবির ৭টি প্রকৌশল বিভাগের প্যানেলগুলোকেও জয়ী করতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রকৌশলীরা এক সাথে কাজ করার অঙ্গীকার করেছেন। সার্বিক বিবেচনায় এবারের নির্বাচনে বিপিপি প্যানেলই এগিয়ে রয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই সরকার সমর্থিত বিপিপি প্যানেল প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় ব্যাপক তৎপরতার ফলে এ প্যানেলকে অনেকটাই এগিয়ে রেখেছে। আইইবি’র নির্বাচনে টেক্সটাইল ডিভিশনে বিপিপি মনোনীত ‘মাসুদ-আসাদ-আতিক’ প্যানেলের প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে প্রকৌশলী মো. মাসুদুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে প্রকৌশলী মো. আসাদ হোসাইন, সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী সৈয়দ আতিকুর রহমান। এছাড়া সদস্য পদে রয়েছেন - প্রকৌশলী যিসু কুমার বড়ুয়া, প্রকৌশলী মায়াজুল ইসলাম, প্রকৌশলী মো. আবদুল্লাহ আল মামুন, প্রকৌশলী তন্ময় সাহা, প্রকৌশলী ইমরান হোসাইন, প্রকৌশলী মো. মামুনুর নাসিম, প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, প্রকৌশলী মো. রবিউল করিম। ‘মাসুদ-আসাদ-আতিক’ প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য স্বতন্ত্র বিসিএস ক্যাডার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সুবিধার্থে বিভিন্ন পরিসেবা ডিজিটালে রুপান্তর করা, অপ্রয়োজনীয় বিদেশী ইঞ্জিনিয়ারদের না রেখে দেশের ইঞ্জিনিয়ারদের সঠিক অবস্থান নিশ্চিত করা, দেশের টেক্সটাইল খাতকে আরও উন্নত করা, টেক্সটাইল খাতে উন্নত প্রযুক্তির ব্যবহার, আন্তজার্তিক মেলার আয়োজন করা, সুবিধাবঞ্চিত ইঞ্জিনিয়ারদের পাশে দাড়াঁনোসহ বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে ‘মাসুদ-আসাদ-আতিক’ প্যানেল। ‘মাসুদ-আসাদ-আতিক’ প্যানেলের চেয়ারম্যান পদে লড়া প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, নির্বাচিত হলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা বৃদ্ধি করব। দেশের টেক্সটাইল খাতকে উন্নত ও আধুনিক সরঞ্জামে সমৃদ্ধ করতে সহযোগিতার পাশাপাশি টেক্সটাইল খাতে রপ্তানী আয় আরও বৃদ্ধি করব। প্রকৌশলী মাসুদুর রহমান ব্লু বার্ড ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর। এর আগে তিনি আইটিইটি’তে সভাপতি, সাধারণ সম্পাদক এবং জয়েন্ট সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের ১৯৮৬-৮৭ কার্যনির্বাহী সংসদের জিএস এবং ১৯৮৭-৮৮ কার্যনির্বাহী সংসদের ভিপি ছিলেন।
×