ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে উরসের যাত্রী বোঝাই ট্রলার ডুবি, মৃত্যু ৪

প্রকাশিত: ১১:১০, ২০ ফেব্রুয়ারি ২০২০

 বাঁশখালীতে উরসের যাত্রী বোঝাই ট্রলার ডুবি, মৃত্যু ৪

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৯ ফেব্রুয়ারি ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বঙ্গোপসাগরের মোহনা জলকদর খালের কাথরিয়া ইউপির চুনতি বাজার ও গন্ডামারা খাটখালী মোহনায় দুটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। কুতুবদিয়ার আল্লামা শাহ আবদুল মালেক কুতুবীর বার্ষিক উরস শরিফে যোগদানের উদ্দেশ্যে বাঁশখালীর বিভিন্ন এলাকা হতে দেড় শতাধিক যাত্রী নিয়ে দুটি ফিশিং ট্রলার যাত্রা করে। পথিমধ্যে ফিশিং ট্রলার দুটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। এতে শিশুসহ প্রাণ হারায় চারজন। আহত হয় অন্তত অর্ধশতাধিক। বুধবার বেলা ১১ ও দুপুর ২টার দিকে পৃথক ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে অন্তত ৭-৮ জন। ট্রলার ডুবির ঘটনায় বাঁশখালী থানা ও ফায়ার সার্ভিসের সদস্যরা জলকদর খালে নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে পৃথক ট্রলার ডুবির ঘটনা নিয়ে পুরো এলাকায় শোকের মাতম চলছে।
×