ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আর ৫৩ দিন

প্রকাশিত: ১০:৩৫, ২৩ জানুয়ারি ২০২০

  আর ৫৩ দিন

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা জন্মশতবর্ষ আসন্ন। ক্রমেই ঘনিয়ে আসছে সময়। অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে আলাদা করে শ্রদ্ধা ভালবাসা জানাবে কৃতজ্ঞ জাতি। বিরাট উপলক্ষ সামনে রেখে আগামী ১৭ মার্চ থেকে পরের বছর ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। সে অনুযায়ী আর ৫৩ দিন পর মুজিববর্ষের আনুষ্ঠানিক সূচনা করা হবে। এখন চলছে ক্ষণগণনা। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বসানো ডিজিটাল ঘড়িতে সবার চোখ। আসা-যাওয়ার পথে পথচারীরাও হিসাবটা মিলিয়ে নিচ্ছেন। মুজিববর্ষের প্রাক্কালে আগামী ২ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। এবারের মেলার পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পেয়েছে মুজিববর্ষ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে বইমেলা। এ উপলক্ষে কিছু গ্রন্থ প্রকাশিত হবে বলেও জানা যাচ্ছে। শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে এক শ’ বই প্রকাশের লক্ষ্যে কাজ শুরু করেছে মেলার আয়োজক বাংলা একাডেমি। ২০২০ থেকে ২০২২ সালে মধ্যে ক্রমে এসব গ্রন্থ প্রকাশ করা সম্ভব হবে বলে মনে করছে একাডেমি। তারও আগে একাডেমি থেকে প্রকাশিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা গ্রন্থ ‘আমার দেখা নয়া চীন’। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও অধিকাংশ প্রকাশনা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুকে নিয়ে গ্রন্থ প্রকাশের পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে।
×