ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর আয়কর রিটার্ন দাখিল

প্রকাশিত: ০১:৪৩, ১৫ নভেম্বর ২০১৯

প্রধানমন্ত্রীর আয়কর রিটার্ন দাখিল

অনলাইন ডেস্ক ॥ প্রতিবছরের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বেইলী রোডের অফিসার্স ক্লাবে শুরু হয়ে গেল আয়কর মেলা । আয়কর মেলা শুভ উদ্বোধন করেন মাননীয় অর্থ মন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল। মেলার প্রথম দিনে মাননীয় প্রধানমন্ত্রী আয়কর রিটার্ন জমা দেন । প্রধানমন্ত্রীর পক্ষে আয়কর রিটার্ন জমা দেন, আয়কর উপদেষ্টা জনাব সিদ্দিক হোসেন চৌধূরী ও প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী সেলিনা হোসেন ।মাননীয় প্রধান মন্ত্রী কর অঞ্চল ৬ ঢাকার করদাতা তাই মেলায় কর অঞ্চল ৬ এর বুথে গিয়ে রিটান জমা দেন । রির্টান গ্রহণ করেন কর অঞ্চল ৬ এর কর কমিশনার জনাব মো: নজরুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন কর অঞ্চল ৬ এর সদর দপ্তর প্রশাসন জনাব মহিদুল ইসলাম, অতিরিক্ত কর কমিশনার জনাব মন্জু মান আরা বেগম , জনাব তৌহিদুল ইসলাম , জনাব মো: শাহাদাৎ হোসেন সিকদার ও সহকারী কর কমিশনার নূর ই হুদা । এসময় উৎসুক জনতা ভিড় জমায় । একই সাথে মাননীয় প্রধান মন্ত্রীর আয়কর প্রত্যয়ন পত্র তার উপদেষ্টার হাতে তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মানব সম্পদ ও ব্যবস্থাপনা grade 1 জনাব কালিপদ হালদার । এ সময় আরও উপস্থিত ছিলেন কর কমিশনার জনাব মাহাবুব হোসেন ও জনাব নজরুল ইসলাম , অতিরিক্ত কর কমিশনার জনাব মন্জুমান আরা বেগম, জনাব শাহাদাত হোসেন সিকদার ও জনাব তৌহিদুল ইসলাম , উপকর কমিশনার জনাব মহিদুল ইসলাম , জনাব কৃপা সিন্ধু দাস , জনাব এনামুল কবির , জনাব গোলাম কিবরিয়া, জনাব রাউফুর রহমান জনাব মিজানুর রহমান উল্লাস, জনাব আহসান উল্লাহ রাসেল , জনাব রাশেদ রেজা ডিকেন, জনাব আরিফুল আলম, জনাব মেহেদী মাসুদ ফয়সাল , জনাব সাজ্জাদুল ইসলাম মিঠু , সহকারী কর কমিশনার জনাব সুমন মিয়া, জনাব মারফত আলী সহ অন্যান্যরা ।
×