ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন ডিএসসিসির মেয়র

প্রকাশিত: ০২:৩২, ৩ অক্টোবর ২০১৯

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন ডিএসসিসির মেয়র

অনলাইন ডেস্ক ॥ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, পূজায় কোথাও কোনো ধরনের জলাবদ্ধতার খবর পাওয়া গেলে ডিএসসিসির ইমারজেন্সি রেন্সপন্স টিম সঙ্গে সঙ্গে মাঠে নামবে। ভারী জলাবদ্ধতা হলে সঙ্গে সঙ্গে তা ডেপ্লয় করা হবে। মেয়র সাঈদ খোকন বলেন, আমরা যেভাবে ঈদের উৎসব উদযাপন করি, ঠিক সেভাবেই আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে শারদ উৎসব উদযাপন করবে ঢাকাবাসী। বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গোৎসবের প্রস্তুতির পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন ডিএসসিসির মেয়র। মেয়র বলেন, সুষ্ঠ ও সুন্দরভাবে পূজা উদযাপনে সরকারের সবগুলো সংস্থা একযোগে কাজ করবে। ঢাকা দক্ষিণ সিটি কপরোরেশনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। দেড়শোটি মণ্ডপে আর্থিক সহযোগিতার কথা উল্লেখ করে ডিএসসিসির মেয়র বলেন, এবারের দুর্গাপূজায় ঢাকা দক্ষিণ সিটিতে প্রায় ১৫০টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। আমরা চাই, আমরা যেভাবে ঈদ উৎসব উদযাপন করি, ঠিক সেভাবেই আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে শারদ উৎসব উদযাপন করবে ঢাকাবাসী। এ সময় তিনি ঢাকাবাসীসহ সবাইকে দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
×