ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

হজের দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান ধর্মমন্ত্রীর

প্রকাশিত: ১০:১৬, ৭ জুলাই ২০১৯

 হজের দায়িত্ব  সঠিকভাবে  পালনের  আহ্বান  ধর্মমন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ হজযাত্রীদের সেবা করতে যারা সৌদি আরব গেছেন- তাদের সবাইকে পয়সা হালাল করে খাবার পরামর্শ দিয়েছেন ধর্মমন্ত্রী শেখ আবদুল্লাহ। তিনি বলেছেন, অতীতে অনেকে অনেক কিছুই করেছেন। এবার আর সেটা করা চলবে না। যারা হাজীদের সেবা করার জন্য সৌদি আরব গেছেন, তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। দয়া করে সবাই হজের দায়িত্ব সঠিকভাবে পালন করে, পয়সা হালাল করে খাবেন। আশকোনায় শনিবার হজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা হজ পোস্টিং পান, বিগত বছরগুলোয় তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে। পূর্ব অভিজ্ঞতার আলোকে এবার চিকিৎসক নার্সসহ সব বিভাগের সঙ্গে বৈঠক করা হয়। হাজীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তাদের প্রতি কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। তারা যত বড় কর্মকর্তাই হোক, দায়িত্ব তাদের পালন করতেই হবে। এ জন্য প্রত্যেককে পারিশ্রমিক দেয়া হয়। দয়া করে সেটি হালাল করে নেবেন। এদিকে শনিবার ১৬ হজ ফ্লাইটে ৭ হাজার হজযাত্রী ঢাকা ছেড়েছেন। এর মধ্যে বাংলাদেশ বিমানের সাতটি এবং সৌদি এয়ারলাইন্সের নয়টি। এ নিয়ে শনিবার পর্যন্ত মোট ১৪ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের বেশিরভাগেরই প্রি-ডিপারচার ইমিগ্রেশন ঢাকাতেই সম্পন্ন করা হয়েছে। সৌদি আরবের একটি কারিগরি দল দিবারাত্রি সার্বক্ষণিক এ সেবা দিচ্ছে। ফ্রি বাস সার্ভিস ট্রাফিক নর্থ বিভাগের ॥ এদিকে হজযাত্রীদের জন্য আশকোনার হজক্যাম্প থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াতে ফ্রি বাস সার্ভিস চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক (নর্থ) বিভাগ। হজের উদ্বোধনী দিনেই এ ফ্রি বাস সার্ভিস উদ্বোধন করেন ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিমানবন্দর ক্রসিং ট্রাফিক উত্তর বিভাগের একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম ক্রসিং। হজযাত্রীরা পৃথক পৃথকভাবে হেঁটে এ ক্রসিং দিয়ে বিমানবন্দরে যাতায়াত করলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। একই সঙ্গে ওই ক্রসিংয়ে ট্রাফিক ব্যবস্থাপনায় সমস্যাসহ যানজটের সৃষ্টি হয়। তাই হজযাত্রীদের গমনাগমন নিরাপদ করা এবং সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ট্রাফিক উত্তর বিভাগ এ উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তরা) গোবিন্দ চন্দ্র পাল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবিএম জাকির হোসেন, সহকারী পুলিশ কমিশনার এসএম আশিকুর রহমান ও পরিদর্শক সিদ্দিকুর রহমান ভুইয়াসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দশ ঘণ্টা আগে ফিঙ্গারপ্রিন্ট নিশ্চিত করতে হবে ॥ প্রথমবারের মতো চালু হওয়া ফিঙ্গারপ্রিন্ট নিশ্চিত করার জন্য কমপক্ষে দশ ঘণ্টা আগে কাউন্টারে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। চলতি বছর হজ কার্যক্রমে অংশগ্রহণকারী ৫৯৮ এজেন্সির প্রতি জরুরী বিজ্ঞপ্তি জারি করা হয়। হজ অফিস পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সব এজেন্সির হজযাত্রীকে ফ্লাইটের নির্ধারিত সময়ের ১০ ঘণ্টা আগে নিজে উপস্থিত থেকে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট এবং মক্কার অধিকার (প্রযোজ্য ক্ষেত্রে) সরবরাহ করে ইমিগ্রেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত আবশ্যিকভাবে হজযাত্রীদের সঙ্গে উপস্থিত থেকে বিষয়টি নিশ্চিত করা আবশ্যক। এ কারণে হজ কার্যক্রম পরিচালনাকারী সব এজেন্সিকে তাদের হজযাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এজেন্সির মালিক, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালককে ফ্লাইটের ১০ ঘণ্টা পূর্বে নিজে উপস্থিত থেকে হজযাত্রীদের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
×