ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মৌমাছি মারায়...

প্রকাশিত: ০৪:৫৮, ২০ জানুয়ারি ২০১৮

মৌমাছি মারায়...

যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ লাখ মৌমাছি মারার অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ওয়াইল্ড হিল হানি নামে এক মধু চাষ প্রতিষ্ঠানের ৫০টি মৌচাক নষ্ট করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। আর এতে ঠান্ডায় মরে গেছে মৌমাছিগুলো। ওই দুই কিশোরদের বয়স ১২ ও ১৩ বছর হবে। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। কৃষি প্রাণী হত্যা, যন্ত্রপাতি চুরি করাসহ কিশোরদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিকের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের ৬০ হাজার ডলার ক্ষতি হয়েছে। সম্পূর্ণ অবিবেচকের মতো কাজ করেছে ওই দুই কিশোর। প্রতিষ্ঠানটির মালিক জাস্টিন ইঙ্গেলহার্ড বলেন, ‘তারা প্রতিটি মৌচাকে খুঁচিয়ে মৌমাছিগুলোকে হত্যা করেছে। আমাদের সব শেষ করে দিয়েছে। -বিবিসি অবলম্বনে
×