ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ক্লোরোফর্মের অবৈধ ব্যবহারে মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৩:৩৩, ১৪ জানুয়ারি ২০১৮

ক্লোরোফর্মের অবৈধ ব্যবহারে মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে ॥ স্বাস্থ্যমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাসায়নিক পদার্থ ক্লোরোফর্ম অবৈধভাবে ব্যবহারের মাধ্যমে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এগুলো নিয়ন্ত্রণ হওয়া প্রয়োজন। তবে বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। তারপরও এটা জনগুরুত্বপূর্ণ একটি বিষয়। এর দায় আমাদেরও রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা ক্লোরোফর্ম আমদানি, বিপনন ও বিতরণে কঠোর মনিটরিং করতে অনুরোধ জানাতে পারি। পাশাপশি সিভিল সার্জনকে দিয়ে স্থানীয়ভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় মনিটরিং করতে পারে। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে রবিবার রাতে সংসদ অধিবেশনে কার্যপ্রণালী বিধি ৭১ অনুসারে জাতীয় পার্টির সংসদ সদস্য বেগম রওশন আরা মান্নানের আনীত জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাব দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। পরে ডেপুটি স্পীকার সংশ্লিষ্ট এমপিকে বাণিজ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে এ বিষয়ের ওপর আরেকবার নোটিশ দেয়ার পরামর্শ দেন। জনগুরুত্বপূর্ণ নোটিশে রওশন আরা মান্নান বলেন, ভয়ংকর রাসায়নিক পদার্থ ক্লোরোফর্ম অবাধে বিক্রি হচ্ছে বাজারে। এজন্য নেই কোন মনিটরিং, নেই কোন বিধি-নিষেধ। অথচ ক্লোরোফর্ম একটি ভয়ংকর রাসায়নিক পদার্থ। এটা কোন রোগীকে অজ্ঞান করার জন্য অথবা বিভিন্ন গাচ-গাছড়ার নির্যাস বের করতে এই ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। যে কারনে খোলা বাজারে যে কেউ এই রাসায়নিক পদার্থ যথেচ্ছভাবে ব্যবহার করতে পারে। এই সুযোগটি নিচ্ছে অসাধু ব্যবসায়ি এবং অজ্ঞান পার্টির সদস্যরা। যার অপব্যবহারের স্বীকার হচ্ছে সাধারণ মানুষ। নোটিশে আরও বলা হয়েছে, এটি একটি মিষ্টি গন্ধযুক্ত পদার্থ। এটি যে কারও নাকে ধরা হলে অজ্ঞান হয়ে যায় সঙ্গে সঙ্গে। তারপর সর্বস্ব লুট করে তাকে মেরে ফেলা হয়। এভাবে অনেক লোকের মৃত্যু হয়েছে, যার হিসাব সব সময় পাওয়া যায় না। খবরের কাগজেও সব সময় এসকল খবর পাওয়া যায় না। এই ক্লোরোফর্ম পরিমাণে বেশি নাক দিয়ে গেলে মানুষের আর জ্ঞান ফিরে আসে না এবং মানুষ মারা যায়। নোটিশে তিনি দাবি করেন, অবিলম্বে সরকারকে এ বিষয়ে মনিটরিং এর ব্যবস্থা করে ডাক্তার বা ল্যাবরেটরির মাধ্যমে বা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এর বিক্রির ব্যবস্থা করতে হবে। মিথ্যা ছাড়পত্র নিয়ে অসাধু ব্যবসায়িরা যাতে আমদানি করতে না পারে তা লক্ষ্য রাখতে হবে।
×