ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিকাশের সহায়তায় ‘বইপড়া’ কর্মসূচী

প্রকাশিত: ০৬:২২, ২০ নভেম্বর ২০১৭

বিকাশের সহায়তায় ‘বইপড়া’ কর্মসূচী

বই পড়ার মাধ্যমে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সহায়তায় মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ও কলেজে রবিবার বই পড়া কর্মসূচীর সম্প্রসারণ করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, প্রিপারেটরি স্কুল ও কলেজের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম তামিম, চেয়ারম্যান এবং বিকাশ লিমিটেডের চীফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর স্কুল মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই পড়া কর্মসূচীর উদ্বোধন করেন। -বিজ্ঞপ্তি মাভাবিপ্রবিতে দুই দিনব্যাপী সেমিনার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগ ও লাইফ সায়েন্স অনুষদের যৌথ উদ্যোগে রবিবার বিভাগের সেমিনার হলে দুদিনব্যাপী ‘বাইওলজিক্যাল ডাটা এনালাইসিস ইউজিং এসপিএসএস’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এস. এম. সাইফুল্লাহ্। রিসোর্স পার্সন ছিলেন ইসলামী বিশ^বিদ্যালয়ের এ্যাপ্লাইড নিউট্রিশনাল এ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম ও মাভাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক গৌরাঙ্গ কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ইমাম হোসেন। -বিজ্ঞপ্তি
×