ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

হুতি বিদ্রোহীদের হামলায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ০১:৫১, ৭ নভেম্বর ২০১৭

হুতি বিদ্রোহীদের হামলায় নিন্দা জানিয়েছে  বাংলাদেশ

কূটনৈতিক রিপোর্টার ॥ সৌদি আরবের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। হুতি বিদ্রোহীদের এধরনের হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশ বলেছে, এই হামলা সৌদি আরবের ভ্রাতৃপ্রতীম জনগণের নিরাপত্তার জন্য হুমকি। দুই পবিত্র মসজিদের অবস্থান যে সৌদি আরবে, সেই দেশের পাশে বাংলাদেশ থাকবে, সেই প্রতিশ্রুতির কথা আবারও রিয়াদকে জানাচ্ছে ঢাকা। উল্লেখ্য, গত শনিবার ইয়েমেন সীমান্ত থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সৌদি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় ধরা পড়ে ক্ষেপণাস্ত্রটি। এটি বিমানবন্দরে পৌঁছানোর একটু আগেই সৌদি বিমান ও প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করে দেয়।
×