ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে জামায়াতী এনজিও’র কার্যক্রম বন্ধের দাবি শাহরিয়ার কবিরের

প্রকাশিত: ১৯:৪৭, ২২ অক্টোবর ২০১৭

রোহিঙ্গা ক্যাম্পে জামায়াতী এনজিও’র কার্যক্রম বন্ধের দাবি শাহরিয়ার কবিরের

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রোহিঙ্গা ক্যাম্পে জামায়াত মতাদর্শী এনজিও সংস্থা গুলোর কার্যক্রম বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছেন ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্যের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, রোহিঙ্গা শিবিরে এখনও জামায়াত মতাদর্শী এনজিও সংস্থা কার্যক্রম চালাচ্ছে। ইতোমধ্যে যে তিনটি এনজিও’র কার্যক্রম বাতিল করা হয়েছে, তারাও ভিন্ন কৌশলে সেখানে কার্যক্রম চালাচ্ছে। তাদের উদ্দেশ্য মানবিক সাহায্য করা নয়। রোহিঙ্গাদের মধ্যে জঙ্গীবাদের উস্কানি ছড়ানো। শনিবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি কর্তৃক গঠিত ‘বার্মায় গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন’। কমিশন সদস্য শাহরিয়ার কবির এসব কথা বলেন। এর আগে শনিবার দিনের বেলায় কমিশন তদন্ত দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে নির্যাতিত অনেক রোহিঙ্গার সঙ্গে কথা বলে তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন কমিশন সদস্যরা। শাহরিয়ার কবির বলেন, রোহিঙ্গা শিবিরে মৌলবাদি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। তারা বলছে, মিয়ানমারের বৌদ্ধরা মুসলিম রোহিঙ্গাদের নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। তাই এদেশের বৌদ্ধদেরও একইভাবে নির্যাতন করে মিয়ানমারে পাঠিয়ে দেয়া প্রয়োজন। মৌলবাদি গোষ্ঠি এসব কথা বলে সেখানে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরী করার চেষ্টা করছে। এটা মোটেও স্বাভাবিক বিষয় নয়। তাই তাদের বিষয়ে খুবই সজাগ থাকবে হবে প্রশাসনকে। তিনি বলেন, হঠাৎ এক সঙ্গে এতগুলো মানুষকে আশ্রয় দিয়ে বাংলাদেশ সারাবিশ্বে মানবিকতার নজির সৃষ্টি করেছে। তাদেরকে সেই দেশে ফেরত দিতেও সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমাদের প্রতিবেদনে আনান কমিশন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ দফা প্রস্তাবনা আনা হবে। ওই প্রতিবেদন আগামী ডিসেম্বরের মধ্যে প্রকাশের টার্গেট রয়েছে। কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা বলেন, পালিয়ে আসা রোহিঙ্গারা বর্ণনা দিয়েছে, জামায়াতে ইসলামীরা খুবই ভালো। এক্ষেত্রে প্রশাসনকে আরও কঠোর হতে হবে ক্যাম্প গুলোতে। যাতে কোনো অপশক্তি রোহিঙ্গাদের বিভ্রান্ত করতে না পারে। বিভিন্নভাবে জামায়াত ইসলামীরা ক্যাম্প গুলোতে তৎপরতা চালানোর চেষ্টা করবে। কমিশন সদস্য মেজর জেনারেল (অব:) একে মোহাম্মদ আলী শিকদার বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠিকে শান্তিপূর্ণ উপায়ে দ্রুত সেই দেশে ফেরত পাঠানোর জন্য কাজ করছে বাংলাদেশ সরকার। কিন্তু একটি ‘নির্দিষ্ট’ গোষ্ঠি রোহিঙ্গা সমস্যার সমাধান চায় না। মতবিনিয় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো: আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা।
×