ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২৩:১২, ১২ অক্টোবর ২০১৭

জামালপুরে শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুর শহরের গেইটপাড় এলাকায় ধর্ষিত সাড়ে সাত বছরের কন্যাশিশুটি পাঁচদিন চিকিৎসা শেষে বুধবার বাসায় ফিরেছে। তাকে ধর্ষণকারী বখাটে কিশোর জাহিদের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার সকালে শহরের রেলগেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রতিবন্ধী সেবা সংস্থা এ মানববন্ধনের আয়োজন করে। জানা গেছে, শিশুটিকে ধর্ষণকারী কিশোর জাহিদের ফাঁসির দাবিতে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিপুল সংখ্যক লোক অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা সংস্থার সভাপতি আমজাদ আলী, জামালপুর পৌরসভার সাবেক কমিশনার আবুল হাশেম, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান হীরা প্রমুখ। শিশুটির পারিবারিক ও মামলা সূত্রে জানা গেছে, শহরের গেইটপাড় এলাকার হতদরিদ্র এক ভিক্ষুক পরিবারের কন্যাশিশুটি শনিবার রাতে ধর্ষিত হয়। স্থানীয় বখাটে কিশোর জাহিদ তাকে ফুসলিয়ে জামালপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়। রাতেই তাকে আধামরা অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচদিন চিকিৎসা শেষে শিশুটি বুধবার তার বাসায় ফিরেছে। ঘটনার রাতেই স্থানীয় বিক্ষুব্ধ জনতা জাহিদকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় শিশুটির হতদরিদ্র বাবা বাদী হয়ে কিশোর জাহিদকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। জাহিদকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এদিকে জামালপুরের বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম জানিয়েছেন, উন্নয়ন সংঘের আইনের সংস্পর্শে ও সংঘাতে আসা শিশুদের সুরক্ষা প্রকল্পের আওতায় ধর্ষিত শিশুটি যাতে সঠিক বিচার পায় তার জন্য সবরকম আইনি সহায়তা দেওয়া হচ্ছে।
×