ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঢাবি 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, আটক ৩

প্রকাশিত: ২৩:০১, ২২ সেপ্টেম্বর ২০১৭

ঢাবি 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, আটক ৩

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাবি ক্যাম্পাস ও এর আশপাশের ৭০টি কেন্দ্রে কলা অনুষদভুক্ত 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পরীক্ষায় ২ হাজার ৩৬৩ আসনের বিপরীতে ৩২ হাজার ৭৪৯ জন অংশ নিয়েছেন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১৪ জন ভর্তিচ্ছু। এদিকে ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার রাতে তিনজনকে আটক করা হয়। তবে সব কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। পরীক্ষার হলে মোবাইল ফোন, লেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়া পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে দায়িত্ব পালন করেছে ভ্রাম্যমাণ আদালত। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানান, পরীক্ষার্থীদের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করে জালিয়াতির চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার রাতে তিনজনকে আটক করে প্রক্টরিয়াল টিম। পুলিশের সহায়তায় চক্রটির হোতাকে আটকের চেষ্টা চলছে।
×