ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ছিনতাইকারীকে গণধোলাই

প্রকাশিত: ০৬:৫০, ১৮ আগস্ট ২০১৭

ছিনতাইকারীকে গণধোলাই

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভাড়া নিয়ে চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে একজনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গুরুতর আহত মোটরসাইকেল চালক মজিদ তালুকদারকে (৪৮) ও গণধোলাইয়ের শিকার অজ্ঞাতনামা (৩৫) যুবককে পুলিশ বুধবার রাত দেড়টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন। নগরীর ধান গবেষণা রোড এলাকার বাসিন্দা নুরানী তালুকদারের ছেলে ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক মজিদ তালুকদার জানান, রাতে নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড থেকে বিনয়কাঠী যাওয়ার উদ্দেশে অজ্ঞাতনামা আটক হওয়া যুবক ও তার এক সহযোগী সাড়ে ৩০০ টাকা ভাড়া ঠিক করে তার মোটরসাইকেলে ওঠেন। রাত ১১টার দিকে সদর উপজেলার কড়াপুরের স্টিল ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছলে এক যুবক তার জুতো পরে গেছে বলে জানালে মোটরসাইকেল থামানো মাত্রই ওই দুই যুবক ব্লেড দিয়ে তার গলায় আঘাত করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তার (মজিদ) চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে এক ছিনতাইকারী দৌড়ে পালিয়ে গেলেও অপরজনকে এলাকাবাসী আটক করে।
×