ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন কমিশনার অবাধ ও সুষ্ঠ নির্বাচনে অঙ্গীকারবদ্ধ

প্রকাশিত: ০০:৩৫, ১২ আগস্ট ২০১৭

নির্বাচন কমিশনার অবাধ ও সুষ্ঠ নির্বাচনে অঙ্গীকারবদ্ধ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অবঃ) বলেছেন, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাচনে কোন ধরনের অনিয়ম কিংবা কারচুপি সহ্য করা হবে না। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করতে বর্তমান নির্বাচন কমিশনার অঙ্গীকারবদ্ধ। যে দলেরই হোক কোন প্রার্থী কিংবা প্রার্থীর সমর্থক নির্বাচনের দিন বিশৃঙ্খলা করলে তাদের রেহাই দেওয়া হবে না। সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিয়ে নিরাপদে ঘরে ফিরতে পারেন সেজন্য প্রতি কেন্দ্রে র‌্যাব, পুলিশ, বিজিবির পাশাপাশি আনসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্বে থাকবেন। নতুন নির্বাচন কমিশনের ভাবমূতি নষ্ট হয় এমন কোন কাজে সরকারি কোন কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় আজ শনিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার এ কথা বলেন। চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, সিএমপি পুলিশের (বন্দর) উপ-পুলিশ কমিশনার হারুন-উর-রশিদ, চট্টগ্রাম পুলিশ সুপার নুরে আলম মিনা, বিজিবি চট্টগ্রামের লেপ্টেনেন্ট কর্ণেল মঞ্জুরুল আলম, র‌্যাব চট্টগ্রামের মেজর আশেকুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মুনির হোসাইন খান, সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাঈদ, কর্ণফুলী উপজেলার বিদায়ী ইউএনও আহ্সান উদ্দীন মুরাদ, নবাগত ইউএনও বিজেন ব্যানার্জী, কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম, পটিয়া থানার ওসি শেখ মুহাম্মদ নেয়ামত উল¬াহ, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী, বিএনপির চেয়ারম্যান প্রার্থী এসএম ফোরকান, ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম রিজভী, আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান প্রার্থী দিদারুল ইসলাম চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজী মো. ওসমান, ইসলামি ফ্রন্টের ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ মুছা, ইসলামিক ফ্রন্টের ভাইস চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দীন, আওয়ামী লীগের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বানাজা বেগম নিশি, বিএনপির মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উম্মে মিরজান শামীমা ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান প্রার্থী মুন্নি বেগম প্রমুখ। উল্লেখ্য, পটিয়ার সাবেক ৫ ইউনিয়ন বড়উঠান, চরলক্ষ্যা, চরপাথরঘাটা, শিকলবাহা ও জুলধা ইউনিয়নকে নিয়ে গঠিত কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২০ আগস্ট। এ নির্বাচনে মোট ভোটার ১ লাখ ৭ হাজার ৭৯৯। তন্মমধ্যে পুরুষ ৫৩ হাজার ৫৯৯, মহিলা ৫৪ হাজার ২৩০। ভোট কেন্দ্র ৪২টি।
×