ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

এমপির তালিকা তৈরিতে প্রমাণিত গুম-খুনে সরকার জড়িত ॥ রিজভী

প্রকাশিত: ০২:৩৪, ২২ জুলাই ২০১৭

এমপির তালিকা তৈরিতে প্রমাণিত গুম-খুনে সরকার জড়িত ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকারের আমলে দেশে গুম-খুণের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়েছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একজন এমপির তালিকা তৈরিতে প্রমাণিত গুম-খুনে সরকার জড়িত। শনিবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, সরকার বিএনপিকে নানাভাবে বিপর্যস্ত করার চেষ্টা করেছে। আমি দৃঢ় কণ্ঠে বলছি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা খালেদা জিয়ার নেতৃত্বে অটুট বন্ধনে ঐক্যবদ্ধ। যত চেষ্টাই করা হোক না কেন সেই ইস্পাতদৃঢ় ঐক্যে সরকার ছেদ ধরাতে পারবে না। তিনি বলেন, দেশব্যাপী বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান অত্যন্ত জোরদারভাবে চলছে। কিন্তু সরকার ও প্রশাসনের ছত্রছায়ায় থেকে সন্ত্রাসীরা এ কাজে বাধা দেয়ার চেষ্টা করছে। পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণার দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনার নিন্দা জানিয়ে রিজভী বলেন, অবিলম্বে আটক শিক্ষার্থীদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহার করা হোক। সংবাদ সম্মে§লনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, দলের নেতা এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, আমিরুল ইসলাম খান আলীম, আসাদুল করিম শাহীন, মুনির হোসেন প্রমুখ।
×