ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অটোরিক্সার সঙ্গে ধাক্কা

সোনারগাঁয়ে নির্বাচন কর্মকর্তাদের বহনকারী বাসে হামলা ॥ নয়জন আহত

প্রকাশিত: ০৮:২৭, ২৩ মে ২০১৭

সোনারগাঁয়ে নির্বাচন কর্মকর্তাদের বহনকারী বাসে হামলা ॥ নয়জন আহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ে অটোরিক্সার সঙ্গে বাংলাদেশ লোক ও প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক ও নির্বাচন কর্মকর্তাদের বহনকারী একটি বাসের ধাক্কা লাগার ঘটনায় বাসটিতে হামলা চালিয়েছে অটোরিক্সা চালক ও স্থানীয় লোকজন। এতে বাসের চালকসহ নয়জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত বাসচালককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি শাহ মোঃ মঞ্জুর কাদের ও সহকারী কমিশনার (ভূমি) রোবায়েত হায়াত শিপলু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার সন্ধ্যায় জামপুর ইউনিয়নের হাতুরাপাড়া এলাকার চাঁনসূর্য ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। সাভারের বাংলাদেশ লোক ও প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে বুনিয়াদী প্রশিক্ষণের জন্য বাসযোগে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা (নির্বাচন কর্মকর্তারা) সোমবার খাগড়াছড়ি যাচ্ছিলেন। পথে সন্ধ্যায় জামপুর ইউনিয়নের হাতুরাপাড়া এলাকায় চাঁনসূর্র্য ফিলিং স্টেশনের সামনে বাসটি সাইট নিতে গিয়ে একটি অটোরিক্সার সঙ্গে ধাক্কা লাগে। বাগ্বিত-ার এক পর্যায়ে অটোচালক উত্তেজিত হয়ে বাসচালক মোসলেউদ্দিনকে পিটিয়ে আহত করে। বাসে থাকা প্রশিক্ষণার্থীরা ওই অটো চালককে আটক করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই এলাকার অটোরিক্সা চালকসহ শ্রমিক ও স্থানীয়রা ওই বাসে হামলা চালিয়ে ভাংচুর করে।
×