ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির নাম ঘোষণা

প্রকাশিত: ০০:৫৪, ১৩ মে ২০১৭

সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির নাম ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির নাম ঘোষণা করেছেন জাপা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। এই জোটের প্রথম সভা আগামী ১৫ মে সকাল ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন জোটের প্রধান মুখপাত্র জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি। লিয়াজোঁ কমিটিতে যারা আছেন তারা হলেন : জাতীয় পার্টি থেকে কাজী ফিরোজ রশীদ এমপি, আবু হোসেন বাবলা এমপি, আলহাজ্ব সাহিদুর রহমান টেপা, এস.এম. ফয়সল চিশতী, তাজুল ইসলাম চৌধুরী এমপি, মেজর খালেদ আখতার (অব:)। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মাওলানা এম.এ. মতিন, মাওলানা স.উ.ম. আব্দুস সামাদ, অধ্যাপক এম.এ. মোমেন, মাওঃ আ.ন.ম. মাসউদ হোসাইন আল ক্বাদেরী, মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন। জাতীয় ইসলামি মহাজোট থেকেÑ আলহাজ্ব আবু নাছের ওহেদ ফারুক, হাফেজ মাওলানা আব্দুল লতিফ চৌধুরী, ক্বারী মাওলানা আসাদুজ্জামান, মুফ্তি মহিবুল্লাহ, বঙ্গদ্বীপ এম.এ. ভাসানী। বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) এ্যাড. মোঃ জাহাঙ্গীর হোসেন, শেখ মোস্তাফিজুর রহমান, মোঃ আখতার হোসেন এবং এ.আর.এম. জাফর বিল্লাহ চৌধুরী।
×