ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ব্যর্থতা ঢাকতে সরকার হাওড়াঞ্চলকে দুর্গত এলাকা বলছে না: দুদু

প্রকাশিত: ০১:৪৮, ২৯ এপ্রিল ২০১৭

ব্যর্থতা ঢাকতে সরকার হাওড়াঞ্চলকে দুর্গত এলাকা বলছে না: দুদু

স্টাফ রিপোর্টার ॥ ব্যর্থতা ঢাকতে সরকার হাওড়াঞ্চলকে দুর্গত এলাকা বলছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু। তিনি বলেন, বিস্তৃর্ণ হওড়াঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করলে বিশ্ববাসীর চোখে সরকারের ব্যর্থতা ধরা পড়ার আশঙ্কা থেকেই তা করা হচ্ছে না। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ন্যাপ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। হাওড় অঞ্চলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার না যাওয়া নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনার জবাবে দুদু বলেন, সবার আগে হাওড় অঞ্চলে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ওবায়দুল কাদের বেশি কথা বলেন। কিন্তু বেশি কথা বললে যে বেশি ভুল হয় তিনি মাঝে মধ্যে ভুলে যান। আমরা তার কাছে জ্ঞান সমৃদ্ধ দায়িত্বশীল কথা আশা করি। বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগরের সদস্য সচিব শহীদুননবী ডাবলুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নজরুল ইসলাম, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা, বিএনপি ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি মোহাম্মদ ফরিদউদ্দিন প্রমুখ।
×