ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

চোখের ভাষা বুঝবে ডিভাইস!

প্রকাশিত: ১৯:০২, ১২ এপ্রিল ২০১৭

চোখের ভাষা বুঝবে ডিভাইস!

অনলাইন ডেস্ক ॥ চোখের ভাষা বুঝবে ডিভাইস। এখন থেকে এমনটাই হতে যাচ্ছে। মানুষকে চোখের ভাষায় কথা বলতে সাহায্য করবে এমন এক অ্যাপস বানিয়েছে গবেষকরা। মাইক্রোসফট এবং ‘এনাবল’ নামের এক গবেষক দলের বানানো এই অ্যাপ চোখের সংকেত বুঝতে পারে। ওই সংকেতগুলো পরে সম্ভাব্য কথায়ও রূপ দিয়ে যোগাযোগে সহায়তা করতে পারে অ্যাপটি। অ্যামাইট্রোফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস (এএলএস)-এ আক্রান্তদের গেইজস্পিক নামের এই অ্যাপ সাহায্য করতে পারবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এএলএস হচ্ছে এমন একটি অবস্থা যার ফলে আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে কথা বলা ও খাওয়ার সামর্থ্য হারাতে থাকেন, এমনকি অন্যান্য পেশী নাড়ানোর ক্ষমতাও ক্ষতিগ্রস্থ হয়। ব্রিটিশ সাপ্তাহিক নিউ সায়েন্টিস্ট জানিয়েছে, গেইজস্পিক-এ চোখের নড়াচড়াকে কথায় পরিণত করতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে। এটি শ্রোতার ডিভাইসে চলবে যাতে তিনি অপরপক্ষ কি বলছে তা বুঝতে পারেন। মে মাসের সম্মেলনের আগেই অ্যাপল অ্যাপ স্টোরে অ্যাপটি পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
×