ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ট্যানারি মালিকদের জরিমানা স্থগিত আবেদনের শুনানি ৩০ মার্চ

প্রকাশিত: ০২:০৯, ২৭ মার্চ ২০১৭

ট্যানারি মালিকদের জরিমানা স্থগিত আবেদনের শুনানি ৩০ মার্চ

স্টাফ রিপোর্টার॥ রাজধানীর হাজারীবাগে অবস্থান করা ট্যানারি মালিকদের জরিমানার বকেয়া অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশনা স্থগিত চেয়ে করা আবেদনের শুনানির জন্য আগামী ৩০ মার্চ দিন ধার্য করেছেন সুপ্রিমকোর্টের আপীল বিভাগ। একইসঙ্গে ১৫৪টি প্রতিষ্ঠানের মালিককে প্রতিদিন ১০ হাজার টাকা করে জরিমানা দিতে আপীল বিভাগের আদেশের রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে করা আবেদনের শুনানিও একইদিন অনুষ্ঠিত হবে। সোমবার প্রধান বিচারপতির সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। অপরপক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। শুনানিতে ফজলে নূর তাপস আদালতকে বলেন, এরই মধ্যে ট্যানারি মালিকদের পক্ষ থেকে পরিবেশের ক্ষতিপূরণ বাবদ ১ কোটি ৪৪ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এর আগে গত ২ মার্চ হাজারীবাগে থাকা ট্যানারি মালিকদের ৩০ কোটি ৮৫ লাখ টাকা বকেয়া জরিমানা দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। ওই আদেশ স্থগিত চেয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আবেদন করে।
×