ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ব্লগার রাজীব হত্যা: আপীলের রায় ২ এপ্রিল

প্রকাশিত: ২৩:১২, ২৭ মার্চ ২০১৭

ব্লগার রাজীব হত্যা: আপীলের রায় ২ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার প্রকৌশলী আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার (ডেথ রেফারেন্স) আপিলের রায় আগামী ২ এপ্রিল ঘোষণা করা হবে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ দিন ধার্য করেন। গত বছরের ৭ নভেম্বর হাইকোর্টে এ মামলার শুনানি শুরু হয়। উভয়পক্ষের শুনানি শেষে গত ৯ জানুয়ারি হাইকোর্ট মামলাটির রায় অপেক্ষমাণ রাখেন। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দারকে রাজধানীর পল্লবীতে তার বাসার সামনে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় তার বাবা ডা. নাজিম উদ্দিনের করা মামলায় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রেদোয়ানুল আজাদ রানা (পলাতক) ও ফয়সাল বিন নাঈম ওরফে দীপকে মৃত্যুদণ্ড দেন। রায়ে অপর ছয় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের পর মামলার নথিপত্র গত বছরের ১৭ জানুয়ারি হাইকোর্টে আসে। পরে প্রধান বিচারপতি অগ্রাধিকার ভিত্তিতে মামলার পেপারবুক প্রস্তুতের নির্দেশ দেন। এ নির্দেশের পর পেপারবুক ছাপানোর জন্য সরকারি ছাপাখানায় পাঠানো হয়। এরপর তা হাইকোর্টে আসে।
×