ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩২ হাজার পিস ভারতীয় ফুলের চারা বেনাপোলে জব্দ

প্রকাশিত: ১৮:০৭, ৪ নভেম্বর ২০১৫

৩২ হাজার পিস ভারতীয় ফুলের চারা বেনাপোলে জব্দ

অনলাইন রির্পোটার ॥ যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে ৩২ হাজার পিস ভারতীয় ডালিয়া ফুলের চারা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ বুধবার (০৪ নভেম্বর) সকাল ৮টার দিকে বেনাপোল স্থলবন্দর টার্মিনাল সড়ক থেকে ওই ফুলের চারাগুলো জব্দ করা হয়। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। এ বিষয়ে ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার জালাল উদ্দিন জানান, ভারত থেকে চোরাকারবারীরা ফুলের চারার একটি চালান নিয়ে বেনাপোল সীমান্তের দিকে আসার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা তাদের মাথায় থাকা বস্তাগুলো ফেলে পালিয়ে যান। পরে ওই বস্তার ভেতর থেকে ৩২ হাজার পিস ডালিয়া ফুলের চারা জব্দ করা হয়।
×