ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সিইসির সঙ্গে সাবেক দুই বিএনপি এমপির বৈঠক

প্রকাশিত: ০৫:২৮, ৩ মার্চ ২০১৫

সিইসির সঙ্গে সাবেক দুই বিএনপি এমপির বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ হঠাৎ করেই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক দুই সংসদ সদস্য শহীদুল হক জামাল ও আবু হেনা। সোমবার বিকেলে কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। প্রায় আধাঘণ্টা বৈঠক শেষে সিইসির সঙ্গে একই গাড়িতে করে বের হয়ে যান। এ দুজন নেতা বিএনপির সংস্কারপন্থী হিসেবে পরিচিত ও বহিষ্কৃত। জানা গেছে, বের হয়ে যওয়ার সময় তারা নির্বাচন কমিশন থেকে সীমানা সংক্রান্ত গেজেট নিয়ে যান। রাজশাহীর সাবেক সংসদ সদস্য আবু হেনা বলেন, ডিসিসি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তবে তারা বিএনপির পক্ষ থেকে এ আলোচনায় অংশ নেননি। তিনি বলেন, আমি একসময় দল থেকে বহিষ্কার হয়েছিলাম। এখন বিএনপিতে আছি। তবে বিএনপির পক্ষ থেকে এ আলোচনায় অংশ নেননি। ঢাকা সিটির নির্বাচনটা হওয়া উচিত। চলমান পরিস্থিতিতে বিএনপি ওইভাবে প্রার্থী না দিলেও কাউকে না কাউকে সমর্থন দেবে উল্লেখ করেন।
×