ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ভারতের দিকে ক্ষেপণাস্ত্র বা ড্রোন ছোঁড়ার অভিযোগ মিথ্যা: পাকিস্তান সেনাবাহিনী

প্রকাশিত: ০০:৪৯, ১০ মে ২০২৫; আপডেট: ০০:৫০, ১০ মে ২০২৫

ভারতের দিকে ক্ষেপণাস্ত্র বা ড্রোন ছোঁড়ার অভিযোগ মিথ্যা: পাকিস্তান সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় অভিযোগকে সরাসরি অস্বীকার করে জানিয়েছে, তারা ভারতের দিকে কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র ছোঁড়েনি। 

শুক্রবার রাওয়ালপিন্ডিতে এক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, এই অভিযোগের কোনো ভিত্তি নেই। ওরা মিথ্যা বলছে। তাদের অভিযোগ ভিত্তিহীন। তা যদি সত্যি হতো, তাহলে প্রমাণ কোথায়?

দীর্ঘ প্রায় দুই ঘণ্টার এই ব্রিফিংয়ে চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তান বিমান বাহিনী ও নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারাও। ব্রিফিংটি আয়োজন করা হয়েছিল বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের জন্য।

চৌধুরী একইসঙ্গে অস্বীকার করেন যে, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কোনো যোগাযোগ করেছেন।

তিনি বলেন, দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ হয়নি।

উল্লেখ্য, ভারত এর আগে দাবি করেছিল পাকিস্তান তাদের ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীর থেকেও গোলাবর্ষণ হয়েছে। পাকিস্তান তা ‘রক্ষণাত্মক জবাব’ বলে দাবি করলেও সেনাবাহিনীর এই সর্বশেষ বক্তব্যে সেসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হলো।

তথ্যসূত্র: আলজাজিরা

×