ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

এক সড়কে শেষ হলো পুরো পরিবার

প্রকাশিত: ১৪:৫৪, ১৬ এপ্রিল ২০২৪

এক সড়কে শেষ হলো পুরো পরিবার

সড়ক দূর্ঘটনা 

ঈদ উপলক্ষে পরিবার নিয়ে নিজ ভিটায় যান। তাদের আর ঢাকায় ফেরা হয়ে ওঠে নি। সড়ক কেড়ে নিল এক পরিবারের সবাইকে। 

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একই পরিবারের ৪ সদস্যসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরে অ্যাবলুম ক্যাফেটেরিয়ার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এ দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৪ সদস্য হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামের বাসিন্দা তারা মোল্লার ছেলে রফিক মোল্লা (৩৫), তার স্ত্রী সুমী বেগম (২৩), দুই ছেলে রুহান মোল্লা (৬) ও হাবিব মোল্লা (৩)। এছাড়া রফিক মোল্লার মা হীরা বেগম আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, রফিক ঢাকার একটি সরকারি অফিসে লিফটম্যান হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে তিনি মা, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে পিকআপে করে ঢাকায় যাচ্ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেখর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, একই পরিবারের ৪ সদস্য মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। আমি এখন ওদের বাড়িতে আছি পরে বিস্তারিত জানাব।

শিলা 

×