ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

‘দুই বছর পরপর বিশ্বকাপ হলে অভিবাসী সঙ্কট দূর হবে’

প্রকাশিত: ০০:০৬, ২৮ জানুয়ারি ২০২২

‘দুই বছর পরপর বিশ্বকাপ হলে অভিবাসী সঙ্কট দূর হবে’

স্পোর্টস রিপোর্টার ॥ মধ্যপ্রাচ্যসহ এশীয় দেশগুলো থেকে ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা বেড়েই চলেছে। যে কারণে ওই অঞ্চলে চলমান অভিবাসী-সঙ্কট দিন দিন আরও গভীর হচ্ছে। উন্নত জীবনের আশায় যে যাত্রা শুরু হয়, সেই যাত্রাই অনেক সময় শেষ হয় মৃত্যুতে। গত সপ্তাহেও ৭ জন বাংলাদেশীর মৃত্যুর খবর এসেছে। বুধবার এমন আরও ১৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর খবর জানিয়েছে স্পেন। তবে এর মধ্যেই স্বস্তির এক খবর দিয়েছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো। তার মতে, দুই বছর পরপর বিশ্বকাপ হলে এভাবে ইউরোপে যাওয়ার পথে প্রাণ হারানোর ঘটনা ঘটবে না! ২০১৬ সালে ফিফার সভাপতি নির্বাচিত হন ইনফান্টিনো। এরপর থেকেই আর্থিক দিকে নজর দিয়েছেন তিনি। সেইসঙ্গে ইউরোপিয়ান ফুটবল ফেডারেশনের (উয়েফা) ক্ষমতা খর্ব করে পুরো বিশ্বে ছড়িয়ে দেয়ার চেষ্টাও করছেন সুইজারল্যান্ডের এই ফিফা কর্মকর্তা। সেজন্য একসঙ্গে ৩২ দলের ফুটবল বিশ্বকাপকে ৪৮ দলে পরিণত করা হয়েছে। এই মুহূর্তে চেষ্টা চালাচ্ছেন দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের। তাতে ফিফার অপেক্ষাকৃত দুর্বল সদস্য দেশগুলো যেন আগ্রহী হয়ে পক্ষে ভোট দেয় সেটা নিশ্চিত করতে, বড় অঙ্কের প্রলোভন দেয়া হয়েছে। এই প্রস্তাবের ফলে ৪ বছরে অন্তত ২ কোটি ৫০ লাখ ডলার (২১৪ কোটি ২৮ লাখ টাকা) পাবে সব ফেডারেশন! যদিওবা ফুটবলের সবচেয়ে সফল দুটি অঞ্চল ইউরোপ ও দক্ষিণ আমেরিকা এই প্রস্তাবে রাজি নয়। আফ্রিকা ও আরব দেশগুলোকে নিজের পক্ষে ব্যবহার করতে বুধবার ফ্রান্সের স্ত্রাসবুরে ইউরোপীয় কাউন্সিলের সংসদীয় পরিষদের সামনে নিজের নতুন যুক্তি তুলে ধরেন ইনফান্টিনো। ইউরোপিয়ান আইনপ্রণেতাদের সামনে তিনি বলেন, কতিপয় মানুষ ফুটবল নিয়ন্ত্রণ করছে, তারাই সব পাচ্ছে। তাই ফুটবলকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চান বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই সভাপতি। এভাবে সবকিছু ছড়িয়ে দিতে পারলে অভিবাসন সমস্যা দূর হবে বলেও মনে করেন তিনি।
×