ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সূচি পারলেও যেতে পারলেন না মাবিয়া!

প্রকাশিত: ১৯:৪১, ১৬ এপ্রিল ২০২১

সূচি পারলেও যেতে পারলেন না মাবিয়া!

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৬ ও ২০১৯ এসএ গেমসের স্বর্ণজয়ী-তারকা ভারোত্তালক মাবিয়া আক্তার সীমান্ত সদ্যসমাপ্ত বাংলাদেশ গেমসেও ছিলেন সফল। ৬৪ কেজি ওজন শ্রেণীতে অংশ নিয়ে তিনটি জাতীয় রেকর্ড গড়েন। উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের জন্য এটা তার জন্য ছিল বেশ ভাল প্রস্তুতি। এই টুর্নামেন্টে অংশ নিতে পারলেই অলিম্পিকে অংশ নেয়ার সম্ভাবনা বাড়তো মাবিয়ার। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হলো তার। করোনা পরিস্থিতির কারণে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের ফাঁদে পড়ে উজবেকিস্তান যেতে পারলেন না তিনি। মাবিয়া আটকে গেলেও ঠিকই উজবেকিস্তান গেছেন শাহরিয়া সুলতানা সূচি। বিচারক হিসেবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের আগের দিন অর্থাৎ ১৩ এপ্রিল রাতে উজবেকিস্তান যান সাবেক এই ভারোত্তোলক। মাবিয়ার এই টুর্নামেন্টে অংশ নিতে ১৯ এপ্রিল উজবেকিস্তান যাওয়ার কথা ছিল। তার সঙ্গে যাওয়ার কথা ছিল আরও দুই ভারত্তোলক মনিরা কাজী ও জিয়ারুলের। তাদের সবারই টিকেট নিশ্চিত ছিল। কিন্তু করোনা মহামারী বৃদ্ধি হওয়ায় হঠাৎ করে কঠোর লকডাউন দেয় সরকার। বন্ধ হয়ে যায় সব আন্তর্জাতিক বিমান চলাচল। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের ঘোষণায় উজবেকিস্তান যেতে পারছেন না দেশসেরা এই ভারোত্তোলক।
×