ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফাইনালে নৌ ও সেনাবাহিনী

প্রকাশিত: ০০:১৭, ২৬ ফেব্রুয়ারি ২০২১

ফাইনালে নৌ ও সেনাবাহিনী

স্পোর্টস রিপোর্টার ॥ শহীদ স্মৃতি হকির প্রথমপর্বের শেষ দুটি খেলা বৃহস্পতিবার ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় বাংলাদেশ বিমানবাহিনী এএইচএম কামরুজ্জামান স্মৃতি সংঘের সঙ্গে ১-১ গোলে ড্র করে। বিমানবাহিনীর আসিক মাহমুদ সাগর এবং এএইচএম কামরুজ্জামান স্মৃতি সংঘের পুস্কর ক্ষিসা মিমো ১টি করে গোল করেন। দ্বিতীয় খেলায় বাংলাদেশ নৌবাহিনী ১-০ গোলে বাংলাদেশ সেনাবাহিনীকে হারায়। জয়ী দলের মাহবুব হোসেন জয়সূচক গোলটি করেন। কাল শনিবার বেলা সোয়া ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী নৌবাহিনী ও সেনাবাহিনী। পিএসএল ছাড়লেন গেইল স্পোর্টস রিপোর্টার ॥ ২৪ বলে ৩৯-এর পর ৪০ বলে ৬৮, দুই ম্যাচেই পিএসএল মাতিয়ে তুলেছিলেন ক্রিস গেইল। কিন্তু দেশের ডাকে পাকিস্তান ছাড়তে হলো উইন্ডিজ সুপারস্টারকে। ঘরের মাঠে শ্রীলঙ্কার সঙ্গে আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজে অংশ নিতেই জ্যামাইকান উইলোবাজের এমন সিদ্ধান্ত। পরশু করাচীতে লাহোর কালান্দার্সের বিপক্ষে ৬০ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৬৮ রানের ইনিংসটির মধ্য দিয়ে অনন্য এক রেকর্ড গড়েন গেইল। বিশ্বের ভিন্ন ভিন্ন ১২টি দেশে হাফ সেঞ্চুরির কীর্তি এখন তার নামের পাশে।
×